আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে— ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥ কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো— কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে— মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥ তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে, তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে, মরি হায়, হায় রে— তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি॥ ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে, সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে, তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে, মরি হায়, হায় রে— ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি॥ ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে— দে গো তোর পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে। ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে, মরি হায়, হায় রে— আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব’লে গলার ফাঁসি॥ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Lyrics by: রবীন্দ্রনাথ ঠাকুর Music by: রবীন্দ্রনাথ ঠাকুর

Thursday, December 8, 2011

অশ্রুজলে উপুর হয়ে থাকি লজ্জায়

হে আমার সুপ্রিয় নতুন প্রজন্ম,
কী বলে করবো সম্বোধন,
চল্লিশটি বছর তো গেল এই ভাবনায়
মনে তো পড়ে না -
কখনও লিখেছি তোমাদের
তাই আজ ভারী লজ্জা, তবুও লিখলাম
কোথা থেকে ছুটে এলো বিজয়ের মাস।

স্রোতের পাহাড়ে তৃষিত বক্ষ ছুয়ে
ঝাঁপিয়ে পড়ে ঝরণার অনুতে ভিজে
কঠিন পাথর ভেঙ্গে স্বাধীন করেছি দেশ
মানচিত্রখানা দিয়েছিলাম তোমাদের হাতে।

সাভার স্মৃতিসৌধে চূর্ণ হৃদয়দের কবরে
অশ্রুজলে উপুর হয়ে থাকি লজ্জায়
স্বাধীনতাটাকে দেখার সাধ ছিল বড়
সর্বনাশা আগুনের আনন্দাশ্রু সংবরণে।

আমার ধূসর স্মৃতিগুলো জেগে ওঠেছে
যদি দেখা হতো জগৎকর্তার সাথে
জড়িয়ে ধরতাম তাঁর চরণ দু'খানা
সেবা দিয়ে বলতাম মনের দু'টি কথা।

হে আমার ধর্ম সন্তান,
আমি মুক্তিযুদ্ধ করে শহীদ হয়েছি,
মনে করো না বিশাল কিছু করে ফেলেছি
যতটুকু করেছি, চিরকাল গর্ববোধ করবে
তোমার সামনে দীর্ঘ বিপ্লবের পথ
তোমাকেও হতে হবে বিপ্লবী
সবসময় থাকবে ন্যায্য দাবীর পাশে।

এমাসে আর একবার পাশে
এসে দাঁড়াবে প্রিয়তম বর্বরেরা
খিটিরমিটির করেও জ্বালা নিয়ে থাকি
মনের আগুনে সিক্ত হয়েও কবুল করি
আমার তো আর কোনও জো নেই।

এচিঠি পেলে কি না তা জানা হল না।

1 comment: