আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে— ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥ কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো— কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে— মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥ তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে, তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে, মরি হায়, হায় রে— তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি॥ ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে, সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে, তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে, মরি হায়, হায় রে— ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি॥ ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে— দে গো তোর পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে। ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে, মরি হায়, হায় রে— আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব’লে গলার ফাঁসি॥ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Lyrics by: রবীন্দ্রনাথ ঠাকুর Music by: রবীন্দ্রনাথ ঠাকুর

Saturday, December 3, 2011

স্বপ্ন জোনাকি

জানিনা আজ খুঁজে কি পাবো না
অচেনা ঐ পথের প্রান্তে
স্বপ্নের হাতছানি দিয়ে কে যেন
আমায় তবু ডাকে অজান্তে...

বুঝিনা আজ ভেবেছি যা কিছু
তোমারি মগ্ন স্বপনে
নিষ্ফল আশায় নিজেকে সুধাই
যদি আসো গোপনে...

বিকেলের রোদ নিভে আসে
প্রকৃতির নিয়মে
আজো মনে হয় লুকিয়েছো তুমি
আমায় দেখে শরমে...

ঐ ডালাসের যান্ত্রিকতায় আছো কি ভালো?
বাংলার মাটি মানুষের চেয়ে,
নাকি সভ্যতায় তোমায়
করেছে গ্রাস আমায় ফেলে...

চেয়েছিলে যা পেয়েছো কি তা?
ছুটেছিলে মরীচিকার পিছে নয় কি
ফিরে এসো তুমি পথ চেয়ে আমি
তুমিই আমার জোনাকি ...


_________ভুতের আছড়

1 comment: