আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে— ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥ কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো— কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে— মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥ তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে, তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে, মরি হায়, হায় রে— তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি॥ ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে, সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে, তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে, মরি হায়, হায় রে— ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি॥ ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে— দে গো তোর পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে। ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে, মরি হায়, হায় রে— আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব’লে গলার ফাঁসি॥ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Lyrics by: রবীন্দ্রনাথ ঠাকুর Music by: রবীন্দ্রনাথ ঠাকুর

Tuesday, June 26, 2012

মেয়ে তুমি জাগো...

মেয়ে তুমি জাগো
আমি তোমার বন্ধ দরজায় কড়া নাড়তে চাই
নিবিড় কাষ্ঠে এঁকে দিতে চাই মুক্ত পারিজাত।
সে কোন সংরক্ষিত আসনের দোহাই দিয়ে নয়,
চাকুরী কিংবা উচ্চপদে কোটা নিশ্চিত করেও নয়।
মনের গভীরে আলো জ্বালিয়ে আমি তোমার
বদ্ধ পৃথিবীর দ্বার খুলে দিতে চাই।

হাতের পুতুল কেড়ে নিয়ে তুলে দিতে চাই বন্দুক
সাজানো খেলাঘর ধুলোয় মাড়িয়ে তোমার হাতে
তুলে দিতে চাই আমার খেলনা গাড়ি, উড়োজাহাজ।
পুতুলের মত নয়, তোমায় দেখতে চাই সাহসী বীরঙ্গনা রূপে।
বদ্ধ সংসারে আবদ্ধ নয়; তোমাকে দেখাতে চাই উন্মুক্ত আকাশ।

বিজ্ঞাপনের পণ্য করে নয়, রূপালী পর্দায়-
তোমার মায়াবী কায়া উন্মুক্ত করেও নয়।
উদ্ভট পোশাকে, নতুন ফ্যাশনে তোমার
অবিন্যস্ত তণু রাস্তায় দেখিয়ে নয়।
এসো, তোমার সুপ্ত মেধায় ভালবাসার জল ঢালি।
তুমি জাগো, ভাবনায় চেতনায় পরিপূর্ণ প্রস্ফুটিত হও ।

অবলা প্রেমিকা রূপে আমার বাহু শৃঙ্খলে বন্দী, বগল চাপা
নিয়ত আবেগাপ্লুত তরুনীর উন্মুক্ত হাসি দেখতে চাই না,
মাথা নিচু করে নয়, আমার কাঁধে কাঁধ রেখে চল।
নির্জন পার্কে বসে সুরসুরিতে খুনসুটি নয়,
এসো জীবনের পথে, এসো তোমার সাথে পাঞ্জা লড়ি।

তোমায় অন্ধকূপে বন্দী করে দিতে চাই না
বিলাসী অন্ন, জমকালো বস্ত্র, অট্টালিকা সুখ।
চাকুরীতে কোটা নয়, সংরক্ষিত কোন আসন নয়,
নয় কোন অনুগ্রহের লজ্জা।
হাত বাড়িয়ে আছি- তুমি উঠে এসো...... উঠে এসো
আমার ঐন্দ্রজালিক ভাবনার মূর্তিমান প্রতিমা হয়ে,
এসো সাজাই নতুন পৃথিবী- পারস্পরিক শ্রদ্ধায়,
গভীর ভালবাসায়। বন্ধু হয়ে, সহযাত্রী হয়ে......


_____________অনিন্দ্য অন্তর অপু

No comments:

Post a Comment