বিষাদ ছুঁয়েছে আকাশ
শিশির জলে স্নান করছে ঘাস
চারদিকে পিন পিন নীরবতা
গাঢ় যামিনীর প্রগাঢ়তা
হবে কী আর বাসর
তারাভরা রাতে জ্যোছনার সাথে?
অভিমানী চাঁদে বসে নি আসর
বিজয়ের উল্লাসে এই মেঠোপথ হাসে।
তত্ত্ব আসে কুয়াশার খামে`মনে নাই?`
চন্দ্র-আকাশের হয়নি মিতালী
বিষাদ ছুঁয়েছে তাই।
No comments:
Post a Comment