দেখেছো কখনও
হাসির শব্দে আকাশ ফেটে যায়!
দেখেছো কখনও
কান্নার রোল কাননে কুসুম ফোটায়!
না-কি শুনেছ কখনও
মায়ে করে ক্ষুন আপন বাছারে!
শুনেছ কখনও
নেউলেরে নাগ জড়ায় আদরে!
তুমি দেখনি,
তুমি শোননি।
তাই হাসছো এমন করে! হিঃ হিঃ হিঃ
অথচ আমি দেখেছি আরও
অসম কত খেলা
হাতে নাই কড়ি দু-পয়সা
বসিয়েছে তবু মেলা!
No comments:
Post a Comment