আকাশে আজ নেই মেঘের ছিটাফোঁটা
নীল আকাশ আর নীল দেখাচ্ছে
সূর্যের তাপে পুড়ে যাচ্ছে সব কিছু
সূর্যটাও আজকে একরোখা
কেন মেঘের সাথে এত আড়ি?
মেঘের দেখা না পেয়ে গিয়েছিলাম
মেঘের বাড়ি,ওমা গিয়ে শুনি কি
সূর্যের সাথে কাল রাতে নাকি
হয়েছে ঝগড়া মেঘ কন্যার
এটা কি কোন কথা হল?
সূর্য রাতে ঘুমিয়ে ছিল,সে আবার কখন ঝগড়া করল?
প্রশ্ন শুনে কন্যা বলে গিয়েছিলাম কাল তার বাড়িতে
অনেক দিন দেখি না রংধনুকে
ভেবেছিলাম আজ আকাশ জুড়ে ভাসাব রংভেলা কে
সে কি তেজ!রেগে গিয়ে আমাকেই দিল পুড়িয়ে
তাই আজ মেঘবাসি কে
রেখেছি এ্যাকূরিয়ামে
সূর্যটা চাইলে ক্ষমা
মেঘ ছড়াতে নেইতো মানা।
No comments:
Post a Comment