আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে— ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥ কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো— কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে— মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥ তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে, তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে, মরি হায়, হায় রে— তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি॥ ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে, সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে, তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে, মরি হায়, হায় রে— ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি॥ ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে— দে গো তোর পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে। ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে, মরি হায়, হায় রে— আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব’লে গলার ফাঁসি॥ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Lyrics by: রবীন্দ্রনাথ ঠাকুর Music by: রবীন্দ্রনাথ ঠাকুর

Wednesday, October 19, 2011

মেঘ এ্যাকুরিয়াম

আকাশে আজ নেই মেঘের ছিটাফোঁটা
নীল আকাশ আর নীল দেখাচ্ছে
সূর্যের তাপে পুড়ে যাচ্ছে সব কিছু
সূর্যটাও আজকে একরোখা
কেন মেঘের সাথে এত আড়ি?
মেঘের দেখা না পেয়ে গিয়েছিলাম
মেঘের বাড়ি,ওমা গিয়ে শুনি কি
সূর্যের সাথে কাল রাতে নাকি
হয়েছে ঝগড়া মেঘ কন্যার
এটা কি কোন কথা হল?
সূর্য রাতে ঘুমিয়ে ছিল,সে আবার কখন ঝগড়া করল?
প্রশ্ন শুনে কন্যা বলে গিয়েছিলাম কাল তার বাড়িতে
অনেক দিন দেখি না রংধনুকে
ভেবেছিলাম আজ আকাশ জুড়ে ভাসাব রংভেলা কে
সে কি তেজ!রেগে গিয়ে আমাকেই দিল পুড়িয়ে
তাই আজ মেঘবাসি কে
রেখেছি এ্যাকূরিয়ামে
সূর্যটা চাইলে ক্ষমা
মেঘ ছড়াতে নেইতো মানা।

No comments:

Post a Comment