আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে— ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥ কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো— কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে— মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥ তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে, তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে, মরি হায়, হায় রে— তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি॥ ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে, সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে, তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে, মরি হায়, হায় রে— ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি॥ ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে— দে গো তোর পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে। ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে, মরি হায়, হায় রে— আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব’লে গলার ফাঁসি॥ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Lyrics by: রবীন্দ্রনাথ ঠাকুর Music by: রবীন্দ্রনাথ ঠাকুর

Monday, November 21, 2011

স্বপ্ন র্শবরী

কাল রাতে ঘুমো-ঘোরে এল এক প্রণয়পাত্র
দু’টি প্রাণের ভালবাসায় কেটে গেল রাত্র
অমাবস্যার রাতে যেন উঠেছিল পূর্নিমার চাঁদ
উল্লোসিত প্রাণের স্পন্দনে নিঝুম প্রকৃতি করেছিল নিনাদ ।

ভাষা ছিল না দু’টি মুখে, তবু যেন কত কথার কাব্যমালা
হৃদয়ে হৃদয়ে হলো কত কথা, চোখে রেখে চোখ
কামনার তটিনীতে তরী হয়ে ভাসছিল চোখের তারা
উষ্ঞ-বাহুবন্ধনে জড়িয়ে অধরপল্লবে দোল দিল অপার্থিব সুখ ।

প্রণয়ানুরাগে হারিয়ে গেল দু’টি হৃদয় স্বপ্নের ভূবনে
র্স্বগ যেন নেমে এল ধরায়, হারিয়ে গেলাম নন্দনকাননে
হৃদয়ে প্রেমের পূরবী, ভালবাসার উপহারে মেঘ-কালো কবরী
খলনায়কের বেশে উঠল ভোরের রবি, দূর করে দিল স্বপ্ন-শবর্রী ।

1 comment: