আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে— ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥ কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো— কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে— মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥ তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে, তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে, মরি হায়, হায় রে— তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি॥ ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে, সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে, তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে, মরি হায়, হায় রে— ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি॥ ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে— দে গো তোর পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে। ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে, মরি হায়, হায় রে— আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব’লে গলার ফাঁসি॥ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Lyrics by: রবীন্দ্রনাথ ঠাকুর Music by: রবীন্দ্রনাথ ঠাকুর

Friday, November 11, 2011

সব ক্ষতি মেনে নিলাম

তোমার চলার দুর্বার গতি
আমাকে তাড়া করে
ফিরে যেতে দুঃস্বপ্নের ক্ষণে
যখন তুমি নিশ্চিন্ত মনে
দিয়ে দিলে সম্মতির রাজদূত
আর বাড়িয়ে দিলে হাতের আঙ্গুল
পরিয়ে দিল সোনার ফুল
তখন তুমি বেশ সাড়ম্বরে
হাস্যেজ্জ্বল ছিলে অবনত মস্তকে।

আমি জানতাম না আমার ভালোবাসা
একদিন নিয়ে আসবে আমার জন্য হতাশা
ভালোবাসার সন্ধ্যাপ্রদীপ হয়ে যাবে অনুজ্জ্বল
এমন করে আমার ঘরে!
আমার দুচোখের জল টলমল
ভাবনাহীন সাত সমুদ্রের তরে।

কনকপ্রবাহে বৈশাখের ঝড়ে
ভেঙ্গে গেল মন এতদিন পরে
তবুও মেনে নিই এ আমারই পাপ
আদিমতায় পেয়েছিলাম ক্লান্তির ছাপ
অসতর্কতায় হয়েছিলো আমারই ভুল
চিন্তার সাগরে পড়ে পাই নি কোন কূল
সব ক্ষতি মেনে নিলাম বিনা প্রতিবাদে
তবুও কলঙ্কের বোঝা রইল কাঁধে
ধীরে ধীরে হয়তো তারই ফলে
হারিয়ে যাবো একদিন নীল নদের জলে।

১৪।০২।০৬, ডাক্তারপাড়া, ফেনী।

1 comment: