তোমার চলার দুর্বার গতি
আমাকে তাড়া করে
ফিরে যেতে দুঃস্বপ্নের ক্ষণে
যখন তুমি নিশ্চিন্ত মনে
দিয়ে দিলে সম্মতির রাজদূত
আর বাড়িয়ে দিলে হাতের আঙ্গুল
পরিয়ে দিল সোনার ফুল
তখন তুমি বেশ সাড়ম্বরে
হাস্যেজ্জ্বল ছিলে অবনত মস্তকে।
আমি জানতাম না আমার ভালোবাসা
একদিন নিয়ে আসবে আমার জন্য হতাশা
ভালোবাসার সন্ধ্যাপ্রদীপ হয়ে যাবে অনুজ্জ্বল
এমন করে আমার ঘরে!
আমার দুচোখের জল টলমল
ভাবনাহীন সাত সমুদ্রের তরে।
কনকপ্রবাহে বৈশাখের ঝড়ে
ভেঙ্গে গেল মন এতদিন পরে
তবুও মেনে নিই এ আমারই পাপ
আদিমতায় পেয়েছিলাম ক্লান্তির ছাপ
অসতর্কতায় হয়েছিলো আমারই ভুল
চিন্তার সাগরে পড়ে পাই নি কোন কূল
সব ক্ষতি মেনে নিলাম বিনা প্রতিবাদে
তবুও কলঙ্কের বোঝা রইল কাঁধে
ধীরে ধীরে হয়তো তারই ফলে
হারিয়ে যাবো একদিন নীল নদের জলে।
১৪।০২।০৬, ডাক্তারপাড়া, ফেনী।
রোমান্টিক কবিতা হুমায়ূন আহমেদ
ReplyDeleteঠোঁট নিয়ে রোমান্টিক কবিতা
রাতের রোমান্টিক কবিতা
রোমান্টিক কবিতা রবীন্দ্রনাথ
রোমান্টিক প্রেমের ছোট কবিতা
রোমান্টিক কথা
প্রেমের কবিতা
রোমান্টিক বিরহের কবিতা
পুরনো প্রেমের কবিতা
ভালোবাসার কবিতা
বিখ্যাত প্রেমের কবিতা
রাতের রোমান্টিক কবিতা
ভালোবাসার আবেগের কবিতা
১৮+ প্রেমের কবিতা
রোমান্টিক কষ্টের কবিতা
দুঃখের ছোট কবিতা
Romantic kobita bengali
Bangla kobita abritti