কোথাও কিছু থাকবে না-আজ আমার চারপাশে
যা কিছু ঘিরে আছে সুখ হয়ে
আজ যারা আমায় পরম নির্ভয়ে ভালোবাসার
দেয় আস্বাশ-সে সব কিছুই একদিন অস্তিত্বহীন
হবে-রয়ে যাবে না থাকা কার দীর্ঘশ্বাস
কোনদিন আর আজীবন সঙ্গ দেবে না কাওকে
যা কিছু আছে আজ আমার জ্যামিতিক আকার হয়ে
দৈর্ঘ্য প্রস্থ বেধ যতসব একদিন শুধুই জীর্ণ
সোনালী পাংশুটে পাতার মত স্মৃতি হবে
নিতান্তই যা অবাঞ্ছিত-ধুসর,উপমাহীন
কোথাও কিছু থাকবে না-আজ আমার
বিমূর্ত ভালবাসা যা আমার দৃষ্টি রঙিন রাখে
প্রতি পল-তার একদিন মৃত্যু হবে অকস্মাৎ
হয়ত আমার চোখের সামনে-হয়ত নয়
তবুও কোথাও কিছু থাকবে না কোনদিন।
কার আয়ু বর বেশি সবখানে চিরদিন থাকবার?
সবাইকে একদিন সাদা কালো স্মৃতি হয়ে মুছে যেতে
হবে-কারুর স্পর্ধা নেই
অমর হবার কার নেই অধিকার।
No comments:
Post a Comment