জানি একদিন চলে যাবো
চলে যাবো জানি অনেক দূরে!
যেভাবে নক্ষত্রগুলো যাচ্ছে দূরে....
পৃথিবীর থেকে দূর বহু দূরে।
সেভাবে একদিন আমিও চলে যাবো!
চলে যাবো জানা সব সীমানা ছেড়ে।
চলে যাবো অজানার পথ ধরে!
চিরতরে জানি মিলিয়ে যাবো।
মিলিয়ে যাবো শূন্যর সাথে!
মনে রাখবে কি তখন আমায়?
কখনো পড়বে কি মনে!
কখনো ঝরাবে কি দু'ফোট অশ্রু আমায় ভেবে?
কাঁদবে কখনো ব্যাকুল হয়ে!
হয়ত বা কাঁদবে।
হয়ত বা অশ্রুতে নয়ন ভাসবে...
তারপর জানি একদিন...
একদিন সব ভুলে যাবে।
সব সৃতি মুছে যাবে!
হয়ত বা আসবে নতুনের আহ্বান!
পুরনো জায়গা ছেড়ে দেবে।
এভাবে জানি মুছে যাবো
মুছে যাবো জানি চিরতরে!
No comments:
Post a Comment