আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে— ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥ কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো— কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে— মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥ তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে, তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে, মরি হায়, হায় রে— তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি॥ ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে, সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে, তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে, মরি হায়, হায় রে— ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি॥ ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে— দে গো তোর পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে। ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে, মরি হায়, হায় রে— আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব’লে গলার ফাঁসি॥ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Lyrics by: রবীন্দ্রনাথ ঠাকুর Music by: রবীন্দ্রনাথ ঠাকুর

Thursday, August 25, 2011


আজ সকালের রাঙা প্রভাত আমাকে আকুল করেছে
পাখির কিচির মিচির শব্দে-মন আমার ব্যাকুল হয়েছে
সারারাত জেগেছি
মাথাব্যাথাও কিছু ছিল
তাই ঘুমাতে পারলামনা।
বের হলাম রাস্তায়
নিরব রাস্তা কোথাও কেউ নেই-তাই
পাখিদের মিছিল-আজ সতেজ হয়েছে,
গাছের পাতার রং ভোরের আলোয়
বদল বদল খেলে
সতেজ হতে শুরু করেছে;
আমিও বদলে যাই সকালের রঙে।
কিছু লোক প্রার্থনালয় হতে আসছে
চলছে তারা সমালোচনার ঝড় তুলে
ওদের চোখে-মুখে পবিত্রতার ছায়া নেই,
এই আঁকাবাঁকা উঁচু-নিচু রাস্তার মতোই
ওদের দেহ মনে স্রষ্টার বিশ্বাস দেখেছি-আর
আকাশের মেঘগুলো ভাগ হয়ে হয়ে
নীলকে আশ্রয় করে দিচ্ছে-আলোর পৃথিবী গড়তে;
উঁচু উঁচু দালান যা রাতে দেখেছিলাম
ক্ষণিক হেসে তার রঙও বদলে গেছে-এভাবে
হেঁটে হেঁটে বহুদূর গিয়েছি
আজ আর ঘুমাতে পারিনি

_______
কে. এম. ওমর ফারুক

No comments:

Post a Comment