আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে— ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥ কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো— কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে— মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥ তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে, তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে, মরি হায়, হায় রে— তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি॥ ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে, সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে, তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে, মরি হায়, হায় রে— ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি॥ ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে— দে গো তোর পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে। ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে, মরি হায়, হায় রে— আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব’লে গলার ফাঁসি॥ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Lyrics by: রবীন্দ্রনাথ ঠাকুর Music by: রবীন্দ্রনাথ ঠাকুর

Thursday, November 15, 2012

যখন একলা থাকি; গহীন সঙ্গী রাতের!
রাতের মৌনতা ভেঙ্গে- তন্দ্রানীল চেতনারা
নেমে আসে একে একে; অমাবশ্যা রাত্রিনীড়ে
সমুদ্র থেকে গভীরে- নীল চেতনার আবাহনে ।

রাতের চাদরে নীল লোহিত প্লাবন ভেঙ্গে-
উজান মনকে বলি-
আর করাল সমুদ্র স্বপ্নতলে ডুব দেয়া নয়;
রুপালি চাঁদ জ্বেলেছে আলো,
নক্ষত্রের মিলনের এইক্ষণে; এসো আজ-
জোনাক রাতের তারা হয়ে যাওয়া দেখি ।

প্রতিশ্রুতির হাতুড়ি পেটানো শব্দের কষাঘাতে
অতীতের ভবিষ্যত মুর্ছায় থাকুক আজ রাত!
ঘুমের দেবতা আজ কোমায় কাঁপুক-
স্বরাসরে; ---সকালের অপেক্ষায় ।

কল্পনাবিলাস শাদা জমিনের ফুল-
ঘুমিয়ে থাকুক আজ এখন এই মুহুর্তে;
কল্পনার আল্পনায় স্বপ্ন দেখাদেখি থাক ঝিমিয়ে আপ্রাণ;
ঘুমিয়ে থাক আঁতুর ঘরে নিদ্রাতুর পাখা মেলামেলি ।

আজ জীবনবন্দরে-
বহির্গামী জাহাজের নোঙ্গরটা ডুব দিয়ে থাক ।
গোপন শীতল জলতল-
লোনা জল ঢেলে ঢেলে সুনীল আবাহনের;
এসো এই ক্ষণে; এই ক্ষণে এসো-
আজ মিলনের পূর্ব-মুহূর্ত রচনা করি ।।


__________মাইনুল আমিন

No comments:

Post a Comment