আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে— ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥ কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো— কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে— মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥ তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে, তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে, মরি হায়, হায় রে— তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি॥ ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে, সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে, তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে, মরি হায়, হায় রে— ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি॥ ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে— দে গো তোর পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে। ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে, মরি হায়, হায় রে— আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব’লে গলার ফাঁসি॥ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Lyrics by: রবীন্দ্রনাথ ঠাকুর Music by: রবীন্দ্রনাথ ঠাকুর

Thursday, November 15, 2012

যাপিত জীবন

সব আলোতে আগুন নেই জেনে
তোমার চোখে আঙুল রাখি
সেটা শীত রাত ভীষণ শতাব্দীর।
বেঁচে আছি ঈশ্বর মেনে
যদিও তিনি প্রত্যক্ষ নন নাকি
এটা বলা পাপ? সকল নদীর

গভীরতা রাখেনা নৈতিক মাছ। সেদিন
তুমি তা প্রমাণিত কর ভুল। নির্ভুল
গান যা আমার কণ্ঠে গেয়ে ওঠে
অন্য কেউ। কেউ পথ ভাঙ্গে সারাদিন
কেউ কফির পয়সা করে উশুল
খেয়ে প্রেমিকার ঠোঁট,চিবুক। মোহগ্রস্ত ঠোঁটে

যারা উচ্চারণ করে “প্রেম” যদিও তারা
প্রত্যেক নারীই প্রেমিকা নয়। অবৈধ
শিরস্ত্রাণে পবিত্রতা শিক্ষা দেয় কিছু লোক
অথবা সকলেই আজ নষ্ট পুরোহিত কিংবা পোপ যারা
রাত্রিকালীন পোশাকে জমিয়ে রাখেন প্রতারণার বিবিধ
কৌশল যা দিবসে লোহিত করে মাঠের সবুজ। পতাকার শোক

ক্রমেই দীর্ঘায়ু লাভ করে। তোমার প্রশস্ত কপাল
আমার পতাকা আজ। এই কবিতা কতকাল !

 _________কালপুরুষ

No comments:

Post a Comment